শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ আহত ১৫
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৪ PM

মেহেরপুরের গাংনী উপজেলায় পিকনিকের বাস উল্টে খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল জোড়পুকুরিয়া কলেজের কাছে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এরই মধ্যে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ বলছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে একটি বাস নাটোরে পিকনিকের জন্য যাচ্ছিল। বাসটি গাংনীর তেরাইল জোড়পুকুরিয়া কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে আটজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত