সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বর্ষপূর্তিকে কেন্দ্র করে হামলার ছক কষছে মস্কো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩২ PM
গত কয়েকদিন ধরে ইউক্রেনের দক্ষিণ-পূর্বে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় বাসিন্দারা ও কর্তৃপক্ষ অঞ্চলটিতে বেশ কিছুদিন ধরেই বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। পশ্চিমাদের দাবি, এই অঞ্চলটিতে নতুন করে অভিযান শুরু করতে পারে মস্কো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বের বেশিরভাগ জায়গায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসন সেরহি লাইসাক বলেন, ওই এলাকায় শাহেদ ড্রোন শনাক্ত হয়েছে।

কিয়েভ দাবি করে আসছে, শাহেদ ড্রোন ইরানের তৈরি। মিত্র রাশিয়াকে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা দিয়ে আসছে। যদিও তেহরান দাবি করে আসছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারির পর রাশিয়াকে কোনও ধরনের সামরিক সহায়তা দেয়নি। কিন্তু এমন দাবি মানতে নারাজ পশ্চিমা দেশগুলো। এমনকি মস্কোকে অস্ত্র সহায়তায় দিয়েছে, এমন প্রমাণও রয়েছে তাদের হাতে।

মাইকোলাইভের ইউক্রেনীয় গভর্নর ভিটালি কিম দাবি করেছেন, ইরানের তৈরি রুশ ড্রোনগুলো আঞ্চলিক রাজধানীর আকাশের দিকে যেতে দেখা গেছে।

এর মধ্যে (১০ ফেব্রুয়ারি) শুক্রবার ভোরে উত্তর-পূর্বে রুশ বাহিনী একটি সিরিজ হামলা চালিয়েছে। ফলে খারকিভের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন বহু মানুষ। জাপোরিজ্জিয়ার দিকেও ড্রোন হামলার বিস্ফোরণ হয়। এখানে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে একটি বিস্তৃত ফ্রন্টলাইনজুড়ে লড়াই চলছে।

পূর্ব ডনবাসের ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের বাসিন্দারা বলছেন, তারা বেশ কিছু দিন ধরে বিস্ফোরণে শব্দ শুনছেন। কিন্তু কোন দিক থেকে শব্দ আসছে তা বুঝে ওঠতে পারছেন না তারা। রুশ সেনারা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ক্রামতোর্স্কে ঘেরাওয়ের চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু ইউক্রেনীয় বাহিনী তৎপর থাকায় নিয়ন্ত্রণ নেওয়া জটিল হয়ে পড়েছে তাদের জন্য।

অন্যদিকে মারিউপোলে ৩০ থেকে ৪০টি শাহেদ ড্রোন উৎক্ষেপণ এবং ইউক্রেনীয় নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার অসমর্থিত খবর গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডন, প্যারিস এবং ব্রাসেলসে নেতাদের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই ইউক্রেনের বিভিন্ন জায়গা থেকে হামলার খবর আসছে।

এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশের নেতারা ধারণা করছেন, আগামী কিছুদিনের মধ্যে ইউক্রেনে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মস্কো। বিশেষ করে ২৪ ফেব্রুয়ারির আগে এমন কিছু ঘটাতে পারে পুতিন বাহিনী। তবে কখন বড় ধরনের হামলা হতে পারে তা স্পষ্ট নয়। এমন আভাস পেয়ে ব্যাপক প্রস্তুতিও রয়েছে জেলনস্কির সেনারা।

বাবু/এসআর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত