বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে
পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিককে হেনস্তা ও হুমকির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এ নিন্দা জানান। এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি চেয়ে প্রক্টরের কাছে লিখিত অভিযোগও দিয়েছে সংগঠনটি।
সংগঠনের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আজহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে চবিসাস নেতারা বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে পেশাগত দায়িত্ব পালনকালে ভিএক্স গ্রুপের অনুসারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মারুফ ইসলাম, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তৌহিদুল হক ফাহাদ, একই শিক্ষাবর্ষের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদুর রহমান স্বপনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন ছাত্রলীগ কর্মী চবিসাসের সদস্য ও দৈনিক সমকালের প্রতিনিধি মারজান আক্তারকে চারদিক থেকে ঘিরে ধরে হেনস্তা করেন। এসময় ধারণ করা ভিডিও ফুটেজ ডিলিট করতে জোর করা হয়। তা না করায় তার মোবাইল এবং ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ কর্মীরা। পরে সমাজতত্ত্ব বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মারুফ হাসান ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে স্থানান্তরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে বাধা দেয় ছাত্রলীগ। ব্যানার ও ফেস্টুন কেড়ে নিয়ে আন্দোলনকারীদের চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় ভিডিও ধারণ করতে গেলে জাতীয় দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারকে হেনস্তা করা হয়। আরটিভির চট্টগ্রাম অফিসের ক্যামেরাপারসন ইমরাউল কায়েস মিঠুকেও শারিরীকভাবে ছাত্রলীগ নেতাকর্মীরা হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে।
বাবু/এসআর