শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা বিএনপির আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক বছর হামলা, গণ মামলার শিকার হতে হয়েছে। ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) আমাদের এ কর্মসূচি লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়নে একযোগে শুরু হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে মাঠে নেমেছি। এ আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ শান্তিপূর্ণ আন্দোলনে যেন আওয়ামী লীগ হামলা না করতে পারে এজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তা প্রয়োজন।
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |