রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
অবৈধ সরকার আমাদের ওপর চেপে বসে আছে : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৪ PM

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি অবৈধ সরকার আমাদের ওপর চেপে বসে আছে। এরা ভোটে নির্বাচিত নয়, দিনের ভোট রাতে করেছে। তারা অত্যাচার-নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করে লুটপাট করে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।


আমাদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে- অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আছি। এ আন্দোলন দেশের জন্য জনগণের আন্দোলন।


শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা বিএনপির আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক। 


তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক বছর হামলা, গণ মামলার শিকার হতে হয়েছে। ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১১ ফেব্রুয়ারি) আমাদের এ কর্মসূচি লক্ষ্মীপুরের ৫৮টি ইউনিয়নে একযোগে শুরু হবে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে মাঠে নেমেছি। এ আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ শান্তিপূর্ণ আন্দোলনে যেন আওয়ামী লীগ হামলা না করতে পারে এজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তা প্রয়োজন।


বাবু/জেএম



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অবৈধ   সরকার   এ্যানি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত