চট্টগ্রামে একটি কোম্পানির প্রায় এক লাখ বিড়ি, ৭৮ হাজার সিগারেট, নগদ দুই লাখ টাকা এবং দুটি মোবাইল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মামুন, মো. আলী, মো. এনায়েত উল্লাহ ওরফে শান্ত এবং মো. রাসেল।
র্যাব জানায়, গত ৫ জানুয়ারি রাতে চট্টগ্রামের ভূজপুরে একটি সিগারেট কোম্পানির ডিলার তার দোকানে বিপুল পরিমাণ সিগারেট, বিড়ি এবং নগদ টাকা রেখে ঘুমাচ্ছিলেন। ওই সময় একটি ডাকাত দল তার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিড়ি ও সিগারেট, নগদ টাকা ও মোবাইল লুটপাট করে। এ নিয়ে মামলার পর অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। লুট হওয়া সিগারেট ও নগদ ৩৬ হাজার টাকা এ সময় উদ্ধার করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ‘এর আগেও ফটিছড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছিল র্যাব। এবার সুনির্দিষ্ট ডাকাতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ গ্রুপের টিম লিডার মামুনসহ বাকিরা ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’
বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |