রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আড়াই মাস পরেই মা হচ্ছেন মাহিয়া মাহি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৩ PM আপডেট: ১০.০২.২০২৩ ৮:৩৬ PM
প্রথম সন্তান আগমনের আগে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় মায়ের বাড়িতে উঠেছেন মাহি। গণমাধ্যমকে মাহি বলেন, ‘আমি যে চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছি, ইনজেকশন নিচ্ছি, তিনি আমাকে জানিয়েছেন, আড়াই মাসের মধ্যেই সন্তান জন্ম হতে পারে। আমি মা হব।’

চিকিৎসকের এমন কথা শুনে দারুণ এক রোমাঞ্চ নিয়ে দিন কাটছে ঢাকাই ছবির এই নায়িকার। মাহি বলেন, ‘শিগগিরই নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি। আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনের অপেক্ষা যেন আর তর সইছে না। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতিও চলছে।’
মাহিয়া মাহি

মাহিয়া মাহি
















গত বছর শরীফুল রাজ-পরীমনি পুত্রসন্তানের বাবা–মা হয়েছেন। পুত্রসন্তানের বাবা হয়েছেন নায়ক সিয়ামও। মাহির ছেলে না মেয়ে হবে, তা নিয়ে অনেক ভক্ত কৌতূহল প্রকাশ করেন। মাহি অবশ্য বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, ‘শুরু থেকেই বলে আসছি, আমার মেয়েসন্তান পছন্দ। আমি চাই মেয়ে হোক। কেন জানি আমি মেয়ে-শিশুর প্রতি দুর্বল।’  

" align=
















এ দিকে ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ ছবিটি মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচারের একটা সূচি করা হয়েছে। আমার ইচ্ছা প্রচারে থাকা। ছবিটির একজন শিল্পী হিসেবে এটি আমার কর্তব্য। শরীর ঠিক থাকলে প্রচারে সব জায়গায় যাব।’

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা মাহি এখন প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায়। সেই দিন সন্নিকটেই।

বাবু/এমএ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মা হচ্ছেন মাহিয়া মাহি   মাহিয়া মাহি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত