বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়াবে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২২ PM আপডেট: ১২.০২.২০২৩ ২:২৬ PM
সিরিয়া-তুরস্কে গত সোমবারে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর মিছিল থামছেই না। প্রতি মুহূর্তেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আজ রোববার পর্যন্ত নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে আরও শঙ্কার কথা জানালেন জাতিসংঘের ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস।

তিনি দাবি করেছেন, নিহতের এই সংখ্যার বর্তমানের চেয়ে দ্বিতীয় অথবা এর চেয়েও বেশি হতে পারে। ‘স্কাই নিউজ’কে মার্টিন জানিয়েছেন, এখনও ধ্বংসস্তূপের নিচে যত দেহ চাপা পড়ে আছে, তা উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা অর্ধ লাখ পার হতে পারে।

দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস শহরে পৌঁছেছেন মার্টিন। প্রথম ভূমিকম্পের উৎসস্থলের খুব কাছে দাঁড়িয়ে মার্টিন বলেন, ‘এখনই সঠিক সংখ্যা বলে দেওয়া খুব কঠিন। আমাদের ধ্বংসস্তূপের তলায় পৌঁছাতে হবে। আমি নিশ্চিত, তখন এই সংখ্যাটা দ্বিগুণ বা তারও বেশি হয়ে যেতে পারে।’

এর আগে জাতিসংঘ জানিয়েছে, তুরস্ক-সিরিয়া মিলিয়ে কমপক্ষে ৮ লাখ ৭০ হাজার মানুষের গরম খাবার প্রয়োজন। সংবাদ সংস্থা এএফপি সূত্রের খবর, শুধুমাত্র সিরিয়াতেই ৫৩ লাখ বেশি মানুষ এই মুহূর্তে গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। সূত্র, স্কাই নিউজ

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তুরস্ক   ভূমিকম্প   মৃত্যু   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত