বরগুনার আমতলীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে আমতলী উপজেলার পৌরসভা হল রুমে রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর স্মৃতিচারণের মধ্য দিয়ে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক যুগান্তরের আমতলী উপজেলা প্রতিনিধি ও আমতলী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন (তপু)। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর আপোষহীন ও বদ্ধপরিকর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান কবির, আমতলী রিপোটার্স ইউনিট এর সভাপতি হায়তুজ্জামন মিরাজ মৃধা, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকার আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম