সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
তুরস্কে ৫ ভবনের ধ্বংসাবশেষ সরিয়েছেন বাংলাদেশের উদ্ধারকারীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫০ PM
তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল। এছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করেছেন তারা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আইএসপিআর জানায়, তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল আজ (সোমবার) তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে গত চারদিনে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি বিল্ডিং অপসারণ করেছে। এছাড়া  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৮০ কার্টন খাবার ও ৬০টি তাবু বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ৬৩ জনকে মেডিকেল চিকিৎসাসেবা দেওয়া ও তাদের মাঝে ৩১ কার্টন ওষুধ বিতরণ করা হয়।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত