বিপ্লব সাহা মানেই নতুন কোনো চমক! ভালোবাসা দিবস উপলক্ষ্যে দর্শকের জন্য ভালোবাসার উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের কণ্ঠে ভালোবাসার গান। গানটির শিরোনাম ‘তুমি ভালোবাসো বলেই’।
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন মার্সেল। সাগরকন্যা খ্যাত কুয়াকাটার মনোরম সব লোকেশনে গানটির মিউজিক ভিডিও’র দৃশ্যধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে গানটি প্রকাশিত হয়েছে।
গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হৃতিকা ইসলাম ও রাসেদুর রহমান রাসেদ। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে বিপ্লব সাহা ও রিজভী হোসেন।
বাবু/এসআর