ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া হাজী আবদুল বারিক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কনিকাড়া হাজী আবদুল বারিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা তানজিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, অবসরপ্রাপ্ত সৈনিক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. অলি উল্লাহ, অত্র বিদ্যালয়ের পরিচালক মো. জুয়েল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আব্দুল করিম মিয়া, ডেইলি বাংলাদেশ পোস্ট ও কুমিল্লা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সফিকুল ইসলাম বাদল, সহকারী শিক্ষক সাদেকা বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম