বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
টাঙ্গাইলে প্রাই‌ভেটকার চাপায় ৩ জনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৭ AM

টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাতনামা প্রাই‌ভেটকারের চাপায় এক‌টি মোটরসাই‌কে‌লের তিন আ‌রোহী নিহত হ‌য়ে‌ছেন।


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ) রাত সা‌ড়ে ১০টার দি‌কে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়‌কের উপজেলার হ‌রিপুর এলাকায় এ ঘটনা ঘ‌টে‌।


নিহতরা হলেন, মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিনজন মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে যায়।


ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, নিহতদের মরদেহ ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টাঙ্গাইল   মৃত্যু   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত