ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ২২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সাথে একযোগে সরাইলের এসব বীর নিবাসের উদ্বোধন করেন তিনি।
সরাইল উপজেলার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বীর নিবাস উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (ওরফে) শিউলি আজাদ।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, বীর মুক্তিযোদ্ধাসহ আরও অনেকে।
বাবু/জেএম