‘ফাগুনের রঙে ফাগুনের গানে, বসন্ত আসুক প্রাণে প্রাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ‘বসন্ত উৎসব’ পালন করেছে মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বছরের মতো এবারও বসন্তকে বরণ করে নিতে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আয়োজনের মধ্যে ছিলো বসন্ত মেলা ও পিঠা উৎসব। এ সময় বসন্ত উৎসবের আমেজে মেতে ওঠে পুরো ওয়ালটন পরিবার। উৎসব উপলক্ষে সকাল থেকেই কর্মীদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর হয়ে ওঠে ওয়ালটনের করপোরেট অফিস।
ফিতা কেটে বসন্ত উৎসবের সূচনা করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ। সে সময় তারা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।