সাভারে একটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার আমিনবাজার ইউনিয়নের দেওয়ান বাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে ইট ভাটাটি ভেঙে দেন আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার।
জানা যায়,আমিনবাজারের দেওয়ান বাগ এলাকায় এ জেড বি ব্রিকস এর মালিক আবু সাঈদ পরিবেশ দূষণ করে লাইসেন্স না নিয়ে দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত করে বাজারজাত করে আসছিলো। পরে আজ সকালে ওই ইট ভাটায় অভিযান পরিচালনা করে ইট ভাটার মালিককে নগদ এক লক্ষ টাকা জরিমানা ও সেই সাথে পুরো ইট ভাটাটি ভেকু দিয়ে ভেঙে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাছুমা আক্তার।
অপরদিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় এইচ এমবি ব্রিকস এর মালিককে লাইসেন্স না নিয়ে ইট প্রস্তুত করার অভিযোগে নগদ পাঁচ লক্ষ টাকা জরিমানা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
বাবু/জেএম