গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় একদিনে ১৩টি নতুন রাস্তার উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। শুক্রবার দিনব্যাপী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে এসব রাস্তা উদ্বোধন করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (কাবিখা/কাবিটা) প্রকল্পের প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে মোট ১১ কিলোমিটার ১৩টি রাস্তা উদ্বোধনকালে পৃথক জনসভা করেন এমপি শাওন। এসময় এমপি শাওন বলেন, শেখ হাসিনা সরকার মানেই বাংলাদেশের উন্নয়ন, এজন্য যতবারই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পরে একমাত্র আওয়ামী লীগ সরকার ছাড়া কোন সরকারই বাংলাদেশের উন্নয়ন করতে পারেনি।
বর্তমান সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম হবে শহর, তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যান। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই চারদিকে উনয়নের জোয়ার বইছে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহম্মদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ মেলকারসহ ইউনিয়ন পরিষদের সব মেম্বার ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম