বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
‘আগামী বছরের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে’
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৫ PM আপডেট: ১৮.০২.২০২৩ ৬:৩৮ PM
সারা দেশের রাজাকারের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘এ বিষয়ে নীতিমালা তৈরি হয়েছে। রাজাকারের তালিকার কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকার কাজ শেষ করা সম্ভব হবে না। তবে আগামী বছরের মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন।

এ অনুষ্ঠানে বিএনপির চলমান পদযাত্রা কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘পদযাত্রা করে সরকার পতন করা যায়, এমন কোনও নজির নেই।’

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাগমারা পৌঁছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজাকার   মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত