দিনাজপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৪২ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী বাস্তবায়নে জেলায় ৫ হাজার ৮৭৬ মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করবে।
১৮ ফেব্রুয়ারি দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৪২ হাজার ৮৩ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৬ হাজার ৭৪৬ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৩৩৭ জন। আগামী ২০ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় দিনাজপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচীর প্রথম রাউন্ড পালন করা হবে।
সিভিল সার্জন আরও জানান, জেলায় স্থায়ী ১৩টি, অস্থায়ী ২ হাজার ৫৮৯টি ও (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) অতিরিক্ত ১২টি কেন্দ্রসহ জেলায় মোট কেন্দ্র ২ হাজার ৬১৪টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী (এইচএ) ২৬২ জন, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী (এফডব্লিউএ) ৩৮৬ জন, ৫ হাজার ২২৮ জন (ভলান্টিয়ার) স্বেচ্ছাসেবীসহ মোট ৫ হাজার ৮৭৬ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী কাজ করবে।
সংক্ষিপ্ত বক্তব্যে সিভিল সার্জন ডা. বোরহান-উল- ইসলাম সিদ্দিকী বলেন, শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি বাইরের উৎস থেকে ভিটামিন এ’র চাহিদা মিটানোর চেষ্টা করতে হবে। তাহলে আমাদের শিশুরা সুস্থ হয়ে বেড়ে উঠবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম