বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
রাইড শেয়ারিংয়ের আড়ালে ইয়াবার কারবার, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৩ PM
টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলায় সরবরাহ করেন মাহমুদুল হাসান (৪১)। তাকে এ কাজে সহযোগিতা করেন স্ত্রী মীম (২২) এবং ভাতিজা সোহাগ (৩৭)। মীমের হেফাজতে থাকে ইয়াবা। আর সোহাগ রাইড শেয়ারিংয়ের গাড়ি চালানোর আড়ালে তা বিভিন্ন স্থানে পৌঁছে দেন। তাদের গ্রেফতারের পর এসব তথ্য উঠে এসেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় মিরপুরের শেওড়াপাড়ার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে আলমারিতে বিশেষ কায়দায় রক্ষিত ১২ হাজার, সোহাগের কাছ থেকে ৬০০ পিস এবং মীমের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার মাহমুদুল তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি মূলত ইয়াবার কারবার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্রেফতার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত