যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কলাভবন সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আয়োজক কমিটির সদস্য-সচিব কল্যানাংশু নাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি (গ্রেড ১১-১৬), কর্মচারী ইউনিয়ন (গ্রেড ১৬-২০), কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল, নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ভাষা শহিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধে শহিদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের আজকের এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৯ সালে বাংলাদেশের জাতীয় সংসদে যে প্রস্তাব পরবর্তীতে সে প্রস্তাব ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়েছিল। যে কারণে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হচ্ছে। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি।’
একুশের চেতনার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে যূথবদ্ধ হয়ে পথে নেমেছিলেন তার সূত্রপাত হয়েছিল বায়ান্ন সালের এই দিনে। বায়ান্নর সংগ্রামের পথ বেয়ে পরবর্তীকালে আমাদের একাত্তরের স্বাধীনতা, পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনা; সেই চেতনা ধ্বংস করবার জন্য কুচক্রী মহল তারা মেতে উঠেছিল বারবার একুশের চেতনা তাদেরকে পর্যদুস্ত করছে।’
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে কালোব্যাজ ধারণ, জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। এসময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হবে।
বাবু/জেএম