নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার দিবাগত রাত (২১ ফেব্রুয়ারি ) ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শেষে এক মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানানো হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কার্নিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাবু/জেএম