মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নেমেছে। পুস্পস্তবক হাতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এসেছেন শহীদ মিনারে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর অর্থাৎ ঘড়ির কাটায় ১২টা বাজার সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপরেই শহীদ মিনারের বেদিতে কক্সবাজার জেলা প্রশাসন, সংসদ সদস্যগণ, পুলিশ প্রশাসন ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ, কক্সবাজার জেলা পরিষদ, কক্সবাজার পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ, গণপূর্ত বিভাগ, কক্সবাজার সড়ক বিভাগ, এলজিএইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপরেই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধায় শত শত পুষ্পমালায় ভরে যায় শহীদ মিনারের বেদি।
এসময় জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (উপসচিব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও এডভোকেট রনজিত দাশ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
বাবু/জেএম