বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি আখাউড়াবাসীর বিনম্র শ্রদ্ধা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৩ PM
১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, আমাদের মায়ের ভাষা।রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস, অমর ২১ শে ফেব্রুয়ারি।

যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদযাপিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষাশহীদদের স্মরণ করেছে আখাউড়ার বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয়, দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ, স্বপ্নতরী, আখাউড়া প্রেসক্লাব, উপজেলা প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে স্ব স্ব প্রতিষ্ঠানে অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, দুপুরে নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা।

বাবু/জেএম 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আখাউড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত