ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯৯ বোতল স্কফ সিরাপসহ ৬ মামলার আসামি মো. সাকিব(২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মামলা দিয়ে ওই যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক যুবক মনিয়ন্দ ইউপির দক্ষিণ মিনারকোট গ্রামের মো. হাবিবুল্লাহ'র ছেলে।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ মিয়া, উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মনিয়ন্দ ইউপির কর্মমঠ এলাকা থেকে স্কফ সিরাপসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, স্কফ সিরাপসহ আটক মো. সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় পূর্বের ৬টি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম