রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
নড়াইলে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৯ PM
নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার আউড়িয়া এ.পি.বি.এস.এল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ.পি.বি.এস.এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক বাবু মলয় কুমার নন্দী।

এ.পি.বি.এস.এল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান আলোচক ও অনুষ্ঠান সমন্বয়ক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. শেখ মো. তরিকুল ইসলাম।

এ.পি.বি.এস.এল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.খয়রুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা শাখার ডেপুটি কমান্ডার এস এম এ মতিন, জেলা পরিষদ সদস্য (প্যানেল চেয়ারম্যান) বাবু খোকন কুমার সাহা, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, আউড়িয়া এ.পি.বি.এস.এল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. ডালিয়া ইয়াসমিন প্রমুখ।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের চেতনা, মাদক, দূর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রচনা, বক্তৃতা প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত