শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৫ আগস্ট ২০২৫
উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব অনুষ্ঠিত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৪ PM

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব। ‘সীমানা ভেঙ্গে শব্দেরা মেলুক ডানা আকাশ পানে’ স্লোগানকে প্রতিপাদ্য করে ১৭-১৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি এ উৎসব অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানগুলো একযোগে প্রচারিত হয় ফেসবুক লাইভ, ইউটিউব চ্যানেলে। কিছু কিছু অনুষ্ঠান কানাডা থেকে সম্প্রচারিত পূর্ণাঙ্গ টেলিভিশন দেশে বিদেশে থেকে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের নাট্য ও আবৃত্তি পথিকৃৎ সৈয়দ হাসান ইমাম, প্রখ্যাত বাকশিল্পী ও অভিনেতা সরকার কবির উদ্দিন, প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ও বাকশিল্পী রোকেয়া হায়দার, প্রখ্যাত কবি ও ছড়াকার লুতফর রহমান রিটন, বিশিষ্ট নাট্য ও আবৃত্তি ব্যক্তিত্ব লুতফুন নাহার লতা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পরিবেশিত হয় উত্তর আমেরিকার আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের পরিবেশনা। আমন্ত্রিত শিল্পীরা দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন তাদের পরিবেশনা দিয়ে। এরপর ভার্চুয়ালভিত্তিক আবৃত্তি সংগঠন ‘পেইন্টেড পয়েমস’ একুশের নিবেদন দিয়ে শেষ হয় উদ্বোধনী সন্ধ্যা। এছাড়াও যে আবৃত্তি সংগঠনগুলো এই উৎসবে সামিল হয়েছিল, তারা হলো সমস্বর (ওয়াশিংটন ডি সি), অন্যস্বর টরন্টো, ক্রান্তি (ক্যালিফোর্নিয়া), ললিতকণ্ঠ (টরন্টো) এবং বাচনিক (টরন্টো)।

জমজমাট এই অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন এক ঝাঁক স্বপ্নবাজ আবৃত্তিপ্রেমী। তারা হলেন আফাজউদ্দিন তোতন আহমেদ, মারুনা রাহী, রাশেদ চৌধুরী, রিজোয়ান হৃদয়, নাঈমা সিদ্দিকা, তারেক ইয়াসিন তারেক উজ্জ্বল ও রুনি সরকার।
 
অনুষ্ঠানে উত্তর আমেরিকার মোট ৬টি আবৃত্তি সংগঠনসহ প্রায় ১৫০ অংশগ্রহণকারী পরিবেশনায় যুক্ত ছিলেন ৩ দিনব্যাপী এই আয়োজনে।

উত্তর আমেরিকার আবৃত্তিশিল্পী ও আবৃত্তিপ্রেমীদের এ অনুষ্ঠানের পাশাপাশি ছিল আরো অন্যান্য পরিবেশনা। সবচেয়ে প্রাঞ্জল উপস্থাপনা ছিল পরবর্তী প্রজন্মকে নিয়ে দুই পর্বের অনুষ্ঠান। বাবা মায়ের অনুপ্রেরণায় যেসব সোনামনিরা বাংলার চর্চা করছে তেমনি বেশ কিছু ক্ষুদে শিল্পীর সমাবেশ ঘটেছিল এই পর্ব দুটিতে।

কবিদের অংশগ্রহণে দুই পর্বে যোগ দেন কবি সৌম্য দাশগুপ্ত, কবি সেজান মাহমুদ, কবি তাপস গায়েন, কবি তুষার গায়েন, কবি মৌ মধুবন্তী, কবি রেজা অনিরুদ্ধ, কবি রাকীব হাসান, কবি রওশন হাসান, কবি ও গবেষক হাসান মাহমুদ।

কবিতার অন্য প্রকাশ পর্বে উপস্থাপন করা হয় জনপ্রিয় কবিতায় সুরারোপিত গান। উৎসবকে কেন্দ্র করে ঐন্দ্রজালিক ছাপার অক্ষরে প্রকাশিত হয় আবৃত্তি ও একুশ নিয়ে বিভিন্ন প্রাজ্ঞজনের লেখার সমন্বয় করে একটি স্মারক, যার পুরোটা সম্পাদনার দায়িত্বে ছিলেন সংগঠকদের একজন নাঈমা সিদ্দিকা। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আবৃত্তি উৎসব   আমেরিকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত