বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
প্রিমিয়ার ব্যাংকে নতুন দুই এএমডি
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২০ PM
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শামসুদ্দিন চৌধুরী এবং মো. শহীদ হাসান মল্লিক। পদোন্নতির আগে তারা এ ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।

মতিঝিল শাখার ব্যবস্থাপক শামসুদ্দিন চৌধুরীর ৩৭ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে কাজ করেন। ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে যোগ দেন শামসুদ্দিন চৌধুরী।

নারায়ণগঞ্জ শাখার প্রধান এবং জোনাল হেড মো. শহীদ হাসান মল্লিক দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১৯৯০ সালে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে পেশাজীবন শুরু করেন। পরে প্রাইম ব্যাংক লিমিটেডে কাজ করেন তিনি। ২০০২ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগ দেন মো. শহীদ হাসান মল্লিক।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত