নেত্রকোনার কেন্দুয়ায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, মেধা পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে কেন্দুয়ায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, মেধা পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল।

শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী হোসেন পিপিএম, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনেন সরকার।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম বাঙ্গালী, মাহাবুব আলম বাবুল, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো.জহিরুল ইসলাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আসাদুল করিম মামুন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, আবুল কাশেম আকন্দ, আশরাফুল হক ভূঁইয়া, মুজিবুর রহমানসহ সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস