বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াল স্নোটেক্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৮ PM
দেশের পরিবেশবান্ধব সবুজ তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াল। প্রতিষ্ঠানটি তুরস্কের মানুষের জন্য ১০ হাজার গার্মেন্টস পণ্য ঢাকায় তুরষ্ক দূতাবাসে হস্তান্তর করেছে।

ঢাকায় তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে সেভকি মারথ বারিশ এবং মঞ্জুর এলাহি স্নোটেক্সের দেওয়া অনুদান গ্রহণ করেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্তে পরপর ৭.৮ ও ৭.৬ মাত্রার দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এই শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ মারা গেছে। ভূমিকম্পে ঘর বাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছে অনেকে। আর এমন ভয়াবহ পরিস্থিতিতে তুরস্কের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ও দেশের ব্যবসায়ীসহ নানা পেশাজীবীরা। এর ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপের পক্ষ থেকে তুরস্কের মানুষের জন্য অনুদান দেওয়া হয়েছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   স্নোটেক্স   তুরস্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত