ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার নবীন ছাত্রী ফুলপরী খাতুন তদন্ত কমিটির ডাকে আবারও ক্যাম্পাসে এসেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বাবা আতাউর রহমানের সঙ্গে ক্যাম্পাসে আসেন ফুলপরী। এরপর প্রক্টরিয়াল বডির নিরাপত্তায় তাকে দেশরত্ন শেখ হাসিনা হলে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেবা মন্ডলের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেল ৪টার দিকে বাসায় চলে যান ভুক্তভোগী ছাত্রী।
এদিকে বারবার ক্যাম্পাসে যাওয়া-আসা করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার বাবা আতাউর রহমান। তিনি বলেন, এক দিন কাজ না করলে পেট চলে না। অথচ আজকে নিয়ে চার দিন ক্যাম্পাসে আসলাম। শারীরিক ও আর্থিক দুটোই ক্ষতি হচ্ছে। তবে কষ্ট হলেও সুষ্ঠু বিচারের জন্য আসতে হবে। প্রশাসন চাইলে এখানে নিরাপত্তা দিয়ে রেখে কাজ করতে পারত।
ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন বলেন, তদন্তের জন্য যখনই ডাকবে তখনই আসব। না হলে তো সঠিক বিচার পাব না। দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, তদন্তের স্বার্থে ওই ছাত্রীকে ডাকা হয়েছিল। কষ্ট হলেও তদন্তের স্বার্থে আসতে হচ্ছে।
সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, প্রভোস্টের নির্দেশনা অনুযায়ী, আমরা ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে হলে দিয়ে এসেছি। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিব।
বাবু/এসআর