বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের বিশেষ অভিযানে ৬৬ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও দুইটি চাইনিজ কুড়ালসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের মামলায় গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, সোমবার রাত ১০টায় মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর বিশেষ অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নুরুল হকের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ও তার সহযোগী সুজনকাঠি গ্রামের সুবোধ বেপারীর ছেলে কাজল বেপারীর কাছ থেকে ৬৬ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
র্যাবের ডিএডি মো. জামাল হোসেন জানান, মাদক কেনা বেঁচার গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারিকে ৬৬ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা ও দুইটি চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. জামাল হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী কাজল বেপারীকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বাবু/জেএম