শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১০ PM আপডেট: ২২.০২.২০২৩ ১০:১৫ PM

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুটের গোডাউনে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট পাঁচজনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।


ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বলেন, আমরা রাত ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের পরিধি বড়। নিয়ন্ত্রণ আসতে কিছু সময় লাগবে। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।


গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। খুব দ্রুত আমরা নিয়ন্ত্রণের ঘোষণা করব।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত