শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাশিয়া-চীন সম্পর্কই বৈশ্বিক স্থিতিশীলতার চাবিকাঠি : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৬ PM

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইর সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য’ বেইজিং এবং মস্কোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার মস্কোতে চীনের শীর্ষ এই কূটনীতিকের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।


তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য বিশ্ব মঞ্চে চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা অন্যতম গুরুত্বপূর্ণ এক চাবিকাঠি।’


প্রায় এক বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধে চীন সম্প্রতি মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে জাহির করার চেষ্টা করছে। চলতি সপ্তাহে দেশটি ইউক্রেন সংঘাতের চীনা ধাঁচের ‘রাজনৈতিক সমাধান’ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তার মাঝেই চীনের শীর্ষ কূটনীতিক ও রাশিয়ার প্রেসিডেন্টের মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


যদিও ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বেইজিং তার মিত্র রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ‘নিরপেক্ষ’ হিসাবে অবস্থানের চেষ্টা করেছে। তবে ওয়াশিংটন ও ন্যাটো উদ্বেগ প্রকাশ করে বলেছে, রাশিয়াকে ইউক্রেনে অভিযান অব্যাহত রাখতে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।


বৈঠকে ওয়াং ই পুতিনকে বলেছেন, ‘আমরা রাশিয়ার সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব এবং গভীর সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছি।’


দুই দেশের অংশীদারিত্ব ‘তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না’ এবং ‘কোনও ধরনের চাপের কাছেও নতি স্বীকার করবে না’ বলে জোর দিয়ে বলেছেন চীনের শীর্ষ এই কূটনীতিক।


পুতিনের সাথে বৈঠকের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে সাক্ষাৎ করেন ওয়াং ই। চীনের এই কূটনীতিকের সাথে বৈঠকে ল্যাভরভ বলেন, ‘বিশ্ব মঞ্চে ব্যাপক অস্থিতিশীলতা সত্ত্বেও আমরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি। একই সঙ্গে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ভিত্তিতে আমাদের সংহতি ও পরস্পরের স্বার্থ রক্ষা করার প্রস্তুতি প্রদর্শন করছি।’


ইউরোপে সফরের শেষ ধাপে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন চীনের কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশনের পরিচালক ওয়াং ই। রাশিয়া সফরে যাওয়ার আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সাথেও দেখা করেছেন তিনি।


সূত্র: এএফপি


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া   চীন   সম্পর্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত