নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনকে বেধড়ক মারপিটে জখম করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই ব্যক্তির নাম লুতফর রহমান (৩৮)।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩ মাস আগে লুতফর রহমান তার নিজ ভাই রেজাউল করিমের কাছে বাছুরসহ একটি গাভী বিক্রি করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায়। বিভিন্ন সময় পাওনা টাকা চাইলেও রেজাউল করিম টাকা দিতে টাল-বাহানা করেন।
মঙ্গলবার লুতফরের টাকা জরুরি প্রয়োজন হলে তিনি পাওনা টাকা ফেরত নিতে দুপুরে রেজাউলের বাড়িতে যান তিনি। এ সময় লুতফর তার টাকা ফেরত চান। রেজাউল টাকা ফেরত না দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় রেজাউল তার দুই স্ত্রী নিয়ে লুতফরের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে রেজাউলের বড় বউ লতা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে লুতফর কে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত লুতফর কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার বিষয় জানতে রেজাউলের সাথে একাধিক বার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান- এ ব্যপারে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/এ.এস