গুলশানের ‘জাকির মোশাররফ স্কাইলেন’ ভবনে আগুনের ঘটনায় আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) তদন্ত প্রতিবেদন জমা দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত তদন্ত কমিটি। গ্যাস ও বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত—এমন তথ্যই ওঠে এসেছে তদন্তে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
কমিটি কয়েকটি কারণ সামনে রেখে তদন্ত চালাচ্ছেন। তবে আগুনের সূত্রপাত চারতলার একটি ফ্ল্যাট থেকে—কমিটি এটি নিশ্চিত হয়েছে। সেখানে গ্যাস লিকেজ ও বিদ্যুতের শর্ট সার্কিট ছাড়াও সিগারেটের আলামত পাওয়া গেছে।
আগুন লাগার কারণ জানতে গঠিত তদন্ত কমিটির প্রধান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে আগুন লাগার কয়েকটি কারণ খতিয়ে দেখছি আমরা। তবে আগুন লাগার তিনটি বিষয় আমরা খুঁজে বের করেছি। যে কারণে তদন্ত প্রতিবেদন দিতে সময় নেওয়া হচ্ছে। গ্যাস লাইনের পাশেই বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছে। এছাড়া সিগারেট খাওয়ার আলামত পাওয়া গেছে সেখানে। চারতলার একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এখন কী কারণে আগুন লেগেছিল সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, আমরা ভবনের মালিকের কাছে শনিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সময় চেয়েছি। অনুরোধ করেছি তারা যেন ওইসময় পর্যন্ত সেখানের কোনও আলামত নষ্ট না করেন। তদন্তের স্বার্থে শনিবারের পরিবর্তে রবিবার পর্যন্তও সময় লাগতে পারে। এরপর সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিবো।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন ফ্ল্যাটের মালিকেরা আসছেন। তারা তাদের ফ্ল্যাট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। আগুন লাগার পর নিরাপত্তার কারণে ভবনটির বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ সংযোগ এখনও বন্ধ রয়েছে।
এর আগে পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-সহ সংশ্লিষ্ট সংস্থা ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করবে। পরীক্ষা-নিরীক্ষার পর ভবনটি নিরাপদ কিনা, তা জানানো হবে। নিরাপদ ঘোষণা করলেই বাসিন্দারা ভবনে ফিরতে পারবেন।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, আমরা এখন ‘জাকির মোশাররফ স্কাইলেন’ ভবনের বাইরে অবস্থান নিয়ে নিরাপত্তা দিচ্ছি। সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনও ভবনটিকে নিরাপদ হিসেবে ঘোষণা করেনি। নিরাপদ ঘোষণার পরই বাসিন্দারা ভবনে বসবাস করতে পারবেন।
গুলশান ২ নম্বর এলাকার ১০৪ নম্বর সড়কের ১৩ তলা ভবন ‘জাকির মোশাররফ স্কাইলেনে’ গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জাকির মোশাররফ স্কাইলেনে অগ্নিকাণ্ডের ঘটনায় গত সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বাবু/এসআর