শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধে ফাটল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৪ AM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীর ইউনিয়নের দুর্গাবাটীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপরের জোয়ারে পানি বেড়ে বাঁধে ফাটল দেখা দেয়। এতে বাঁধ এলাকায় বসবাস করা মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এ বেড়িবাঁধের বাজেট থাকার পরও ঠিকাদারের অবহেলার কারণে সেখানে সঠিকভাবে কাজ বাস্তবায়ন হয়নি।


পোড়াকাটলা এলাকার সাবেক শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস বলেন, ‘আমারা নতুন করে ঘেরে মাছ ছেড়েছি। এ অবস্থায়  উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেলে আমাদের ঘেরসহ জানমালের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হবে।’



এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এই স্থানটিতে ভাঙন বা ফাটল ধরার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে জানিয়েছি।  তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা আজ সকালে খবর পেয়ে বেঁড়িবাধের ফাটল ধরা স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে  জানিয়েছি। নির্দেশ পেলে আমরা দ্রুত কার্যক্রম শুরু করব।


বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুন্দরবন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত