সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোওয়াট ভোল্টের (কেভি) সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কাজ করা হবে। এতে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর, বিজয় সরণিসহ আরও কিছু এলাকা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
সূত্র, পিজিসিবি
বাবু/এ আর