সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
চীনের সঙ্গে বৈঠক করতে চান জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩১ AM
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্তি আজ। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। এদিকে, সম্প্রতি চীনা কূটনৈতিক গিয়েছিলেন মস্কোতে। করেছেন পুতিনের সঙ্গে বৈঠকও। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও চীনা প্রেসিডেন্ট শি মস্কোতে যাবেন বলেও জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার সঙ্গে চীনের সুসম্পর্ক থাকলেও এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কিও দেশটির সঙ্গে বৈঠকের কথা বলেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীনের কোনো পরিকল্পনা আমরা দেখছি না। তারপরেও চীনাদের সঙ্গে ইউক্রেনের বৈঠক বাঞ্ছনীয়। ’ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম বার্ষিকীর আগে প্রাক্কালে জেলেনস্কি বলেন, ‘চীনের সঙ্গে বৈঠকের জন্য কিয়েভ থেকে যোগাযোগ করা হচ্ছে।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে সঙ্গে রেখে কিয়েভে সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চীনের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি। এখানেই আমাদের স্বার্থ রয়েছে।’

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চীন   ইউক্রেন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত