রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: ৯টিতে আওয়ামী লীগ, ৪টিতে বিএনপি’র জয়
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪১ AM
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। এক বছর মেয়াদী এই নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের মো. নাজমুল আজম সভাপতি ও মো. একরামুল হক পিন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ জন প্রার্থী ও বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাডভোকেট তাহির জামিল। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সিমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তাহির জামিল জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে মোট ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে নাজমুল আজম ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে একরামুল হক পিন্টু ১০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন।

তিনি জানান, আজম-একরামুল প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সভাপতি নাজমুল আজম, সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার (১), সহ সভাপতি আরশাদ আলী, সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টু, সহ সাধারণ সম্পাদক আখেরুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক গোলাম মোরশেদ, গ্রন্থগার সম্পাদক আব্দুল হাদি, নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম (মিলন) ও মাইনুল ইসলাম (২)। উল্লেখ্য যে, এই নির্বাচনে সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে মো. শফিকুল ইসলাম (মিলন) নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

এদিকে, কাজল তোহরুল প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে দুইজনসহ মোট ৪ জন জয়ী হন। এরা হচ্ছেন- সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সরকার, সাংস্কৃতিক সম্পাদক রহিমা খাতুন, নির্বাহী সদস্য এম আব্দুস সালাম ও শাহ আলম।

এরআগে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে আইনজীবী সমিতির ২০৪ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার ভোট দেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে নির্বাচন হয়। নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্র ১ জনসহ মোট প্রার্থী ছিলেন ৪২ জন।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত