বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ক্যাম্পাস ছাড়লেন ইবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪০ AM
একান্ত সচিব (পিএস) আইয়ূব আলীকে অব্যাহতি দিয়ে ৯ দিনের ছুটিতে ক্যাম্পাস ছেড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সপরিবারে বাংলো ত্যাগ করেন উপাচার্য।

এর আগে ফোনালাপের অডিও ফাঁসের ঘটনায় টানা তিন কার্যদিবস অফিস করেননি তিনি। তার পিএসের পদত্যাগ দাবিতে কয়েক দফায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলন করছিলেন।

এদিকে একান্ত সচিবকে অব্যাহতি দিয়ে উপাচার্যের ক্যাম্পাস ছাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে নানা আলোচনা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগসংক্রান্ত বিষয়ে উপাচার্য আবদুস সালামের ফোনালাপের কয়েকটি অডিও ফাঁস হয়। এটি কোনো রেকর্ডারের মাধ্যমে ফাঁস হয়েছে-এ ধারণা থেকে রেকর্ডার ডিভাইস খুঁজতে অফিস ও বাসভবনে তল্লাশি চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসব নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। উপাচার্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ফাঁস হওয়া অডিও প্রশাসন ভবনের সামনে মাইকে বাজিয়ে আন্দোলন করেন তারা।

একইসঙ্গে কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে উপাচার্য বিরোধী বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। অডিও ফাঁস হওয়ার পর থেকে টানা তিন কার্যদিবস অফিসে আসেননি উপাচার্য। ফলে তালাবদ্ধই রয়েছে কার্যালয়।

এতদিন তিনি বাসভবনে থেকে অফিস করছেন বলে জানান একান্ত সহকারী। আন্দোলনকারীদের সঙ্গে বাসভবনে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দফা আলোচনা করেও সমঝোতায় আসতে পারেনি কর্তৃপক্ষ। এরমধ্যে বুধবার রাতে উপাচার্যের পিএসকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান বলেন, উপাচার্য স্যার বুধবার রাতে আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় আমি যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে উপাচার্য স্যার শুধু তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন, কোনো কারণ জানাননি। এ বিষয়ে কথা বলতে উপাচার্যের একান্ত সচিব আইয়ুব আলীকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এটা আমার আগে থেকেই শিডিউল করা ছিল। পারিবারিক কাজে ছুটিতে এসেছি, এর বাইরে কিছুই না। আগামী সপ্তাহে ডাক্তারের চেম্বারে যেতে হবে। এছাড়া ইউজিসিতে আমাদের কিছু কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ট্রেজারারও আসবেন। কাজ শেষে ৪ মার্চ ক্যাম্পাসে ফিরব।

আরও দুই নিয়োগ বোর্ড স্থগিত : অডিও ফাঁসের ঘটনায় আরও দুই নিয়োগ বোর্ড স্থগিত করেছে ইবি কর্তৃপক্ষ। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের দেওয়া তথ্যমতে, ৪ ও ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করা হয়েছে।

১১ মার্চ প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১২ মার্চ পরিবহণ অফিসের ড্রাইভার পদের নিয়োগ নির্বাচনি স্থগিত করা হয়। পদগুলোর নিয়োগ নির্বাচনি বোর্ডের তারিখ পরে জানানো হবে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৬টি নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বাব/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইবি   উপাচার্য  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত