নীলফামারীর ডোমার উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠানটি বিকাল চারটার দিকে সমাপনী ঘোষণা করা হয়।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কার্নিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
প্রদর্শনীতে ৩৯টি স্টলে উদ্দ্যোক্তরা নিজ নিজ স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ঘোড়া, মহিষ, ভেড়া, হাসঁ-মুরগী, পাখি ও প্রাণিদের স্বাস্থ্য সেবায় ভেটেরিনারী ঔষধ প্রদর্শন করেন।
বাবু/জেএম