পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রেডিয়েন্ট মডেল একাডেমির প্রধান শিক্ষককে পেটালেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের মডেল স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এর আগে ২০ ফেব্রুয়ারি ওই একাডেমিতে গিয়ে প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বাবুলকে ভয়-ভীতি দেখিয়েছেন প্রিতম। স্থানীয়দের সহায়তায় একাডেমি ত্যাগ করেন মেজবাহ উদ্দিন। পরে ভয়-ভীতির ঘটনা রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন প্রধান শিক্ষক।
জানা গেছে, রেডিয়েন্ট মডেল একাডেমি নিয়ে আওয়ামী লীগ নেতা জাকারিয়া জাবের সাথে প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বাবুল এর দ্বন্দ্ব চলছিল। এর পরে দুজনে আলাদা স্কুল পরিচালনা করছেন। আর এ কারণে ছাত্রলীগ নেতা প্রিতমকে দিয়ে প্রথমে ভয়-ভীতি এবং পরে মারধর করানো হয়।
রেডিয়েন্ট মডেল একাডেমির প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বাবুল বলেন, ‘আমি গাড়িতে বসা ছিলাম। প্রিতম হাতে লাঠি নিয়ে এসে দাঁড়াইছে। বলে তুই গাড়ি থেকে নাম। তোরে একটু শেষ পিটান ডা পিটাই লই। আমি কোন কথা বলি নাই। আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। চুপ করে ছিলাম। পাশে লোকজন ছিল, দেখি তারা কি বলে। লোকজন অনেক চেষ্টা করছে থামানোর জন্য। লাঠি দিয়ে আমাকে একটা বারি দিছে। লোকজন লাঠি নিয়ে গেলে দৌড়ে এসে লাথি, কিল-ঘুষি দিছে।’ এর আগে শিক্ষককে পেটানোর ব্যাপারে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাওয়াদুল কবির প্রিতমের মুঠোফোনে একাধিক কল করেও সংযোগ বিচ্ছিন্ন থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম মজুমদার বলেন, এ ধরনের কোন ঘটনা জানা নেই।
বাবু/জেএম