সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ PM
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শ্রীমঙ্গল প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০টি স্টল স্থান পায়। এগুলোর মধ্যে ফ্রিজিয়ান গাভী, দেশি ষাঁড়, গাড়ল, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, শাহীওয়াল গাভী, মহিষ, রাজঁহাস, সোনালী ও দেশি মুরগী, দুম্বা, তোতাপুরি ছাগল, যমুনাপাড়ি ছাগল, ভেড়া, হরিয়ানা ছাগল, লাইট ব্রাহামা, কেবিন, আমেরিকান ব্রাহানা মুরগী, কেদারনাথ মুরগীসহ প্রাণি খাদ্যের স্টল।

বিচারক মণ্ডলীতে ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল কবির, যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর । প্রদর্শনীতে ৪০টি স্টলের মধ্যে ১০টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শ্রীমঙ্গল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত