বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন দেশের প্রতিটা জেলায় শিক্ষার মান উন্নয়নে কাজ করছে আ.লীগ সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্ম ও সাংস্কৃতিক চর্চাও করতে হবে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপমন্ত্রী এসব বলেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা ১৭ কোটি মানুষকে নিজ সন্তানের মতো দেখেন। সমাজের সকল শ্রেণিপেশার মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। 

অত্র বিদ্যালয়ের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা আ.লীগ সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালমা চৌধুরী রুমা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, অতিঃ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি  সুবর্না রানী শাহা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   শিক্ষার   মান   উন্নয়নে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত