ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ছাত্রী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীকে ক্যাম্পাসে ডেকেছে ছাত্রলীগের তদন্ত কমিটি। এ নিয়ে ভুক্তভোগীকে চতুর্থবারের মতো ক্যাম্পাসে আসতে হচ্ছে। তবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করলে ক্যাম্পাসে আসবেন না বলে জানিয়েছেন ওই ছাত্রী। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও তদন্ত কমিটির আহবায়ক কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেন।
ওই ছাত্রী বলেন, আজ তারা আমাকে ক্যাম্পাসে ডেকেছেন। আমি প্রক্টরকে বিষয়টি জানাবো। প্রশাসন থেকে যদি আমাকে বাড়ি থেকে ক্যাম্পাস পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তাহলে আমি যেতে পারি। আর যদি আমার নিরাপত্তার অভাব মনে হয় তাহলে আমি যাবো না। না হলে তারা আমার বাড়িতে আসতে পারেন।
অনিক বলেন, রোববার আমাদের তদন্ত কার্যক্রমের শেষ দিন। তদন্তের স্বার্থে ভুক্তভোগীকে ডাকা হয়েছে। আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। তার সাক্ষাৎকার নিয়ে রোববারই তদন্ত প্রতিবেদন কেন্দ্রে জমা দেওয়া হবে।
জানা গেছে, শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে ১৪ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।এতে আহবায়ক হিসেবে আছেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক।
কমিটির অন্য সদস্যারা হলেন সহ-সভাপতি বনি আমিন, রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
নির্যাতনের ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ জানাতে ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী। পরে হল, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসন গঠিত তিন তদন্ত কমিটির ডাকে গত ১৮, ২০ ও ২২ ফেব্রুয়ারি ক্যাম্পাসে আসেন ওই ছাত্রী।
বাবু/এ আর