মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সিরিয়াকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩১ PM আপডেট: ২৬.০২.২০২৩ ১২:৩৪ PM
সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে সম্মত হয়েছে ইরান। দুদেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে।

আইআরআইবি নিউজ এক খবরে বলেছে, সিরিয়াকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে দুদেশের কর্মকর্তারা সমঝোতায় পৌঁছেছেন।

তবে এ সংক্রান্ত চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আলি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদলের তেহরান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হয়।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু বছরের যুদ্ধের পর সিরিয়াকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিগগিরই সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য খোরদাদ ১৫-এর মতো ইরানি রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে পারে তেহরান।

ইরান ২০১৯ সালের জুন মাসের খোরদাদ-১৫ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করে। এ ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূর থেকে যে কোনো যুদ্ধবিমান ও যুদ্ধ ড্রোন শনাক্ত এবং সেগুলোকে ১২০ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে সক্ষম।

এ ছাড়া এই ব্যবস্থা রাডার ফাঁকি দেওয়ার লক্ষ্যে নির্মিত যে কোনো আকাশযানকে ৮৫ কিলোমিটার দূরে শনাক্ত করে ৬৫ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে পারে।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া   সিরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত