শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে: সিইসি
পাবনা প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৩ PM আপডেট: ২৬.০২.২০২৩ ২:৫৬ PM

প্রতিদ্বন্দ্বিতা না থাকলে নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় গ্যাপ থাকলে কিংবা নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে; সেই নির্বাচনকে প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক বলা যাবে না। সেই নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা স্বস্তিদায়ক এবং সহজভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সে জন্য প্রত্যাশা করি, দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের মধ্যে মোটাদাগে বোঝাপড়া থাকে তাহলে ভালো নির্বাচন উপহার দিতে পারবো। আমরা সেই আস্থা এখনও রেখে যাচ্ছি।

রাজনৈতিক দ্বন্দ্ব-বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো বোঝাপড়ার গ্যাপ থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সবার সহযোগিতায় সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জনগণের কাছে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চেষ্টা করবো।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের সেমিনার রুমে আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রমুখ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিইসি   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত