ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী কাশিনগর, হীরাপুর, মালঞ্চপুর, নোয়াবাদী, রাজাপুর, আনোয়ারপুর, কামালমোড়া এবং বিষ্ণপুর নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে ২ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪০ বোতল ইস্কফ সিরাপ এবং ৯১ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।
রবিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অন্যান্য চোরাচালানকৃত মালামাল সমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ।
বাবু/জেএম