টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
আজ রোববার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মুহাম্মদ শাহজাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ই জুন ২০২২ইং তারিখ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহিদুল ইসলাম লেবুকে সভাপতি ও আ. রহিম মিয়া কে সাধারণ-সম্পাদক ঘোষণা করা হয় এবং সকলের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।
কিন্তু ২৮শে জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবু পুর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের একাংশের অভিযোগ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে পদ বাণিজ্য করত্ব একতরফা ভাবে ঘোষিত নবগঠিত কমিটিতে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট, অনুপ্রবেশকারী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধী ও জামায়াত বিএনপির সমন্বয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে স্থান পায়নি সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রার্থীসহ সিনিয়র অনেক নেতা। আগামী ২০মার্চের আগে বিতর্কিত কমিটি বিলুপ্তি ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল, ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, সাবেক ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মুহাম্মদ শাহজাহান, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মুটু, লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল হক মিলন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু, দেওপাড়া ইউপি চেয়ারম্যান রহুল আমিন আকন্দ হিপলুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করা হয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
বাবু/জেএম