সীতাকুণ্ড পৌরসদরের কলেজ রোড সংলগ্ন দশটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডের সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের রাস্তার মুখে দশটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে কলেজ রোড সংলগ্ন হাইস্কুলের গেটের মুখে দোকানগুলোতে আগুন লাগে। তবে ফায়ার কর্মীরা আসার আগেই সমস্ত দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দোকানের ভিতরে ঝুলন্ত বিদ্যুতের তার থেকে আগুন লাগে। এখানে বেড, তোশক, লাইব্রেরি, স্টেশনারি দোকানসহ দশটি দোকান মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, সকাল ০৭:৫৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। বিশ্বজিৎ বেডিং দোকানের ঝুলন্ত তার থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কলেজ রোডের মেলার যাত্রীদের ঝামেলার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত যেতে খুবই বেকায়দায় পড়তে হয়েছে। তবুও দ্রুত সময়ের মধ্যে আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বাবু/জেএম